Glock in my purse lil uzi vert lyrics

Movie Name - Open Tee Bioscope(2015)
Song Name - Bondhu chol (বন্ধু চল)
Singer - Anupam Roy
Music Director - Upal Sengupta
Lyrics - Prasen
Music Label - Asha Audio
Release on - 16th January 2015
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল।
বন্ধু চল..
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল।
বন্ধু চল..
বন্ধু চল.. রোদ্দুরে..
মন কেমন.. মাঠজুড়ে..
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ফুটকড়াই, অ্যান্টেনা, হাফ চিঠি, হাফ প্যাডেল
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল..
সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল..
বন্ধু চল... বলটা লে.
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা অই ঘাসে
তোর টিমে তোর পাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাখা রাংতারা
সাদাকালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে।
বন্ধু চল.. বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল।
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল..
বন্ধু চল..
বন্ধু চল.. বলটা লে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা, ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল।
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল।
বন্ধু চল.. রোদ্দুরে
মন কেমন.. মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
হমম্..তোর পাশে
হমম্..তোর পাশে
Comments
Post a Comment